বৃহস্পতিবার ২৯ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Bloody urine and pain among top symptoms of kidney Stone

স্বাস্থ্য | কিডনি স্টোনের ব্যথা সতর্ক হলেই চেনা যায়! কোন কোন লক্ষণ দেখে বুঝবেন বৃক্কে পাথর হয়েছে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৯ মে ২০২৫ ১৫ : ৩৭Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: কিডনির ভেতরে খনিজ ও লবণের জমাট বাঁধলে কিডনি স্টোন বা বৃক্কের পাথর তৈরি হয়। চিকিৎসা পরিভাষায় একে রেনাল ক্যালকুলাস, নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিসও বলা হয়। প্রস্রাবে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন - ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিড, সিস্টিন ইত্যাদি যখন অতিরিক্ত পরিমাণে জমা হয়ে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে ক্রিস্টাল বা স্ফটিক গঠন করে, তখন এই পাথর তৈরি হয়। সাধারণত কিডনি স্টোন আকারে খুব ছোট (বালির কণার মতো) হয়। তবে কিছু ক্ষেত্রে এর আকার গল্ফ বলের মতো বড়ও হতে পারে।

কীভাবে বুঝবেন কিডনি স্টোন হয়েছে?
কিডনিতে পাথর হলে সবসময় যে লক্ষণ দেখা দেবে তা নয়, বিশেষ করে পাথর খুব ছোট হলে কোনও উপসর্গ ছাড়াই এটি প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যেতে পারে। তবে, পাথর বড় হলে বা নড়াচড়া করলে অথবা মূত্রনালিতে আটকে গেলে কিছু লক্ষণ দেখা দিতে পারে। 

১.  তীব্র ব্যথা: সাধারণত পিঠের দিকে, পাঁজরের ঠিক নিচে, একপাশে বা উভয় পাশে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এই ব্যথা কিছুক্ষণ পরপর হতে পারে এবং তীব্রতা খুবই বেশি হয়। অনেকে একে প্রসব যন্ত্রণার সঙ্গেও তুলনা করেন।

২.  তলপেট ও কুঁচকিতে ব্যথা ছড়িয়ে পড়া: কিডনির ব্যথা ধীরে ধীরে তলপেট এবং কুঁচকির দিকে ছড়িয়ে পড়তে পারে। পাথর যত নিচের দিকে নামতে থাকে, ব্যথার স্থানও পরিবর্তিত হতে থাকে।

৩.  প্রস্রাবে ব্যথা ও জ্বালাপোড়া: প্রস্রাব করার সময় তীব্র ব্যথা বা জ্বালাপোড়া অনুভব হতে পারে। পাথর মূত্রনালি বা মূত্রথলির কাছাকাছি চলে এলে এই লক্ষণ দেখা দেয়।

৪.  প্রস্রাবের রঙ পরিবর্তন ও রক্ত: প্রস্রাবের রঙ গোলাপি, লালচে বা বাদামি হয়ে যেতে পারে। কিডনি স্টোন নড়াচড়া করার ফলে মূত্রনালিতে আঘাত লাগার কারণে রক্তপাত হতে পারে। প্রস্রাবে রক্তের উপস্থিতির কারণে মূত্র গোলাপী হয়ে যেতে পারে।

৫.  বমি বমি ভাব ও বমি হওয়া: কিডনিতে পাথরের তীব্র ব্যথার সঙ্গে প্রায়শই বমি বমি ভাব বা বমি হতে দেখা যায়। ব্যথার কারণে হজম প্রক্রিয়াও ব্যাহত হতে পারে।

এছাড়াও, ঘন ঘন প্রস্রাবের বেগ আসা, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, ঘোলাটে বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া এবং সংক্রমণের কারণে জ্বর ও কাঁপুনি আসা ইত্যাদি লক্ষণও দেখা দিতে পারে। এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


Kidney Stone SymptomsBloody urineKidney StoneKidney Pain

নানান খবর

নানান খবর

এখন এই তিনটি পানীয় খেলেই বুড়ো বয়সে কাজ করবে না বিশেষ অঙ্গ! অভ্যাস ত্যাগ করুন আজই

গোড়াতেই চিহ্নিত করুন কিডনির রোগ, প্রাণ বাঁচাতে চিনে নিন কিডনি ড্যামেজ-এর পাঁচ লক্ষণ

১০ বছর আগে দিয়েছিলেন লিভার, এবার ৬০ বছর বয়সে কিডনি দান করে ছেলের প্রাণ বাঁচালেন বৃদ্ধা মা, চোখে জল নেটপাড়ার

চোখ থেকে রক্ত পড়ছে গলগল করে, বীর্যে মিশে যাচ্ছে জীবাণু! করোনার পর নতুন আতঙ্ক মারবার্গ ভাইরাস? কাঁপছেন বিজ্ঞানীরা

ফিরে আসছে করোনার অন্ধকার? দেশে কোভিড ঝড়ের মধ্যেই হাড়হিম করা ভবিষ্যদ্বাণী হিমাচলের ‘বাবা ভাঙ্গা’-র

জীবন নিয়ে খেলবেন না, র‍্যাকেট নিয়ে খেলুন! এ জীবনে হৃদরোগ ছুঁতে পারবে না, কেন জানেন?

রক্ত সংকটের দিন শেষ! কৃত্রিম রক্ত তৈরি করলেন জাপানি বিজ্ঞানীরা, কবে থেকে পাওয়া যাবে?

আমের নামে বিষ খাচ্ছেন না তো? অসময়ে শেষ হবে কিডনি-লিভার, কেনার সময়ে সতর্ক হবেন কোন বিষয়ে?

গলে পচে যাচ্ছে লিভার, জানান দেয় ৫ লক্ষণ! অবহেলা করলেই মারা পড়বেন!

গায়ের রং নীল হয়ে যায়, রোজের ব্যবহৃত এই ধাতুর প্রভাবে, অসাবধান হলেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন! জানেন প্রস্রাবের ধারা দুর্বল হওয়াও এর লক্ষণ? কীভাবে সময় মতো চিনবেন এই রোগ?

টানা তিনদিন একটি কাজ করলেই নতুন কোষ গজাবে মস্তিষ্কে! কমবে মানসিক চাপ! যুগান্তকারী গবেষণায় নতুন আলো

সোশ্যাল মিডিয়া